সুখের অসুখ

জামাল উদ্দিন বাবুল | রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

সুখের সারিন্দা বাজেনা সবার জীবনে

সুখেরও মাঝে মাঝে অসুখ হয়

বিবর্ণ পান্ডুর মলিন অসাড় দেহটায়

কোন তাপ সইবার পক্ষে নয়।

ভাটা পড়ে দিন যাপনের শত কাজ

নিয়ত ক্রন্দন আর আহাজারীতে

তাপাংকের ত্রাস সে তো বোঝা দায়

নিয়মের শৃঙ্খল ভাঙ্গে নিজের অজান্তে।

ফণী মনসার ঝোপ ঝাড়ে যাদের বসতি

তারাই বোঝে কাঁটার আঘাতের তীব্রতা

জীবিকার তাড়নায় ছুটে চলা জীবনটা

এলোমেলো হলেও থামেনা ব্যস্ততা।

বিত্তের প্রাসাদেও সুখের অসুখ হয়

বিত্তহীনের ঘরে নিত্য অসুখের সারি

শোক হানা দেয়নি এমন ঘর কি আছে

কান্নার নোনা জলে ভেসেছে বসত বাড়ী।

নক্ষত্রের একমুঠো আলো পায়না যারা

নিরঙ্কুশ হাসি নেই যাদের মুখাবয়বে

দিন তো থেমে থাকেনা চলে যায় প্রহর

চেতনার উপত্যকায় হাসির অনুভবে।

পূর্ববর্তী নিবন্ধস্কুলে পড়াশোনার পাশাপাশি কেন জীবন দক্ষতাগুলি শেখানো উচিত
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে