বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, এদেশের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব, আমরা নির্বাচন চাইব, সংস্কার চাইব, নির্বাচনের রোডম্যাপ চাইব এবং এদেশের মানুষের নিরাপত্তা চাইব, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সংগ্রাম চলবে।
শুক্রবার ১৩ই সেপ্টেম্বর রাতে উপজেলার কলাউজান কানুরাম বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনমত গঠনের লক্ষ্যে লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের ৭.৮.৯ ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, আগামীর রাস্ট্রনায়ক তারেক রহমান বলেছেন, আগামীর বাংলাদেশে কোন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজী, দখলবাজী, কোন অন্যায়, অত্যাচার চলবেনা, কোন ধরনের ধান্দাবাজী মেনে নেওয়া হবেনা।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, আমরা আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চাই, এখানে সংখ্যালঘু বলে কোন শব্দ থাকবেনা, আপনার আশেপাশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইদের সুন্দরভাবে জীবনযাপনের ব্যাবস্থা আপনাদেরই করে দিতে হবে। তাদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা আপনাদেরই রক্ষা করে ভাইয়ের মত তাদের পাশে থাকতে হবে, যাতে তাঁরা নিজেদের কখনো সংখ্যালঘু মনে না করেন।
কলাউজান ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলে এলাহী ফজলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ১নং সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী।
উপজেলা ছাত্রদল নেতা শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বান্দরবান জেলা বিএনপির সাবেক সদস্য আবিদুর রহমান আবিদ, চুনতি ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ শহীদুল্লাহ,পদুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল আলম কোম্পানি, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য আবুল হাসেম, উপজেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ এহেসানুল হক, লোহাগাড়া উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ, কলাউজান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অধ্যাপক আমিনুল ইসলাম, চুনতি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল হক, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইসহাক, পদুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আলম, চরম্বা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মমতাজুর রহমান, স্থানীয় বিএনপি নেতা কলাউজান প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, মোহাম্মদ হোসেন, মোরশেদুল আলম, বাদশা মিয়া, হোসেন আহমদ, মোহাম্মদ শাহআলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শোয়েবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা তৈয়ব খান, মোহাম্মদ ইকবাল, উপজেলা যুবদল নেতা নাসির উদ্দীন, গিয়াসউদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, মোহাম্মদ রাসেল, নেছার উদ্দিন, নুরুল কবির, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ রিয়াদ, হেমায়েতুল্লাহ মানিক, সাকিব আল হাসান, উপজেলা শ্রমিক দল নেতা এস এস দেলোয়ার, কামাল উদ্দিন, উপজেলা তাতী দল নেতা জসিম রানা, ৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, কলাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম, সাহাবউদ্দিন, ফারুক, কলাউজান ইউনিয়ন ছাত্রদল নেতা তারেকুল ইসলাম তারেক, জিয়া প্রজন্মের তানভীর জিহান প্রমুখ।