লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ গঠনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপন করেছেন, ৩১ দফায় স্পষ্ট করা আছে আমাদের আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে। আমাদের আগামীর বাংলাদেশ হবে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতিমুক্ত, জুলুমবাজ মুক্ত, চাঁদাবাজমুক্ত, অত্যাচার মুক্ত বাংলাদেশ, সাথে সাথে রাস্ট্র কাঠামোর ব্যাপক পরিবর্তনের কথা ৩১ দফায় সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, আমাদের এই দেশকে সুখী সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাইলে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ১নং সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী।
বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবদুল আলম মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আবুল হাসেম, উপজেলা বিএনপির সদস্য সামশুল আলম মেম্বার, চট্টগ্রাম মহানগর মৎসজীবি দলের আহবায়ক নুরুল হক, আধুনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাছির উদ্দীন, চুনতি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাস্টার আরাফাত হোসেন।
এসময় উপজেলা যুবদল নেতা রবিউল হোসেন, নাসির উদ্দীন, হেলাল উদ্দিন, হান্নান আসলাম, ফরিদ উদ্দিন, গিয়াসউদ্দিন, ইয়াছিন আরাফাত, মোহাম্মদ রুবেল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শোয়েবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ফয়সাল, উপজেলা কৃষকদল আহবায়ক নুরুল হক, যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন চৌধুরী, ছাত্রদল নেতা সাকিব আল হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।