সুখবর দিলেন নিরব

| সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বছরের শুরুতেই নতুন সিনেমার খবর জানালেন চিত্রনায়ক নিরব। রোববানর সামাজিক মাধ্যমে ফার্স্টলুক পোস্টার শেয়ার করে সিনেমার ঘোষণা দেন। সিনেমাটির নাম ‘গোলাপ’। ফার্স্ট লুক পোস্টারে দেখা যাচ্ছে, বন্দুক হাতে রক্তাক্ত নিরবকে। তার গলায় রক্তের দাগ লেগে আছে। মনে ক্ষোভ আর চোখেমুখে রাগের ছাপ! দিনের শুরুতেই সিনেমার ঘোষণা প্রসঙ্গে চিত্রনায়ক নিরব বলেন, কর্মজীবী মানুষদের জীবন শুরুই হয় সকাল বেলা। যারা সকাল সকাল নিজেদের জীবিকার তাগিদে বাসা থেকে বের হয়ে যান সেসব কর্মজীবী মানুষদের কথা চিন্তা করেই সকাল ৯টার দিকে ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করা। কর্মজীবী মানুষদের সঙ্গেই শুরু হোক আমাদের সিনেমার জার্নি। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন নিরব। সামাজিক মাধ্যমে সিনেমাটির পোস্টারের সঙ্গে একটি সংলাপ যুক্ত রয়েছে, যেখানে বলা আছে, লোকে কি ভাবে সেটা মুখ্য না, গোলাপ যেটা বলবে সেটাই চেতনা! নায়ক আরও বলেন, সিনেমাটির গল্প একটু ভিন্ন আবার মনে হবে খুব চেনা। আপাতত এটুকুই বলতে পারব। বেশ অনেক দিন ধরে সিনেমাটি নিয়ে কথা হচ্ছিল। এর গল্প এবং পরিচালকের পরিকল্পনা শুনে মনে হলো, এটা করা উচিত। এটা তার প্রথম সিনেমা।

পূর্ববর্তী নিবন্ধনিজেদের মাঠে টানা দ্বিতীয় হার চিটাগাং কিংসের
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে সঙ্গীতসন্ধ্যায় গাইলেন প্রিতম ও জীফার