(৩১,১১১)
কেন এতো মারামারি
কেন এতো দ্বেষ,
কেন এতো হিংসা
সবকিছু শেষ?
কেন এতো ভেদাভেদ
কেন উঁচু-নিচু,
কেন এতো হানাহানি
ছাড়ছে না পিছু?
সেই ভালো
যদি রাখি খারাপটা তুলে,
সুখটাকে দেই ছড়িয়ে
দুঃখটা ভুলে।
অঙ্কুষা বড়ুয়া | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ