সুকুমার সেন বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক ও বিশেষজ্ঞ হিসেবে সুখ্যাত। ভাষাতত্ত্ব ও বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ে ছিল তাঁর অগাধ পাণ্ডিত্য।
সুকুমার সেনের জন্ম ১৯০০ সালের ১৬ই জানুয়ারি কলকাতায়। ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেনিতে প্রথম স্থান পেয়ে সংস্কৃতে এম.এ করেন। তাঁর পিএইচ.ডি গবেষণার বিষয় ছিল ‘হিস্ট্রিক্যাল সিনট্যাক্স অব ইন্দো-আরিয়ান’। ভাষা, সাহিত্য, ধর্ম ও ইতিহাস বিষয়ে তিনি বহু জ্ঞানগর্ভ প্রবন্ধ রচনা করেছেন, লিখেছেন বেশ কিছু গ্রন্থ। তাঁর রচিত গ্রন্থসমূহের মধ্যে চার খণ্ডে বিভক্ত ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’, ‘বাঙ্গালা সাহিত্যে গদ্য’, ‘ইসলামী বাঙলা সাহিত্য’, ‘রামকথার প্রাক-ইতিহাস’, ‘ভারতীয় সাহিত্যের ইতিহাস’, ‘পরিজন পরিবেশে রবীন্দ্র-বিকাশ’, ‘চর্যাগীতি পদাবলী’ ইত্যাদি উল্লেখযোগ্য। ইংরেজি ভাষাতেও তিনি রচনা করেছেন বেশ কিছু গ্রন্থ। সকল রচনাই তথ্য-সমৃদ্ধ ও সত্যনিষ্ঠ। বিশেষ করে, চার খণ্ডে রচিত ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’ গ্রন্থখানি সাহিত্যমূল্য বিচারে অনন্য। ভাষাতত্ত্ব ও ধ্বনিতত্ত্বেও তাঁর প্রতিভা ও নৈপুণ্যের ছাপ সুম্পষ্ট। ‘কালিদাস তাঁর কালে’ এবং ‘যিনি সকল কাজের কাজী’ নামে দু খানা গোয়েন্দা গল্পও লিখেছেন সুকুমার। আাত্মজীবনী ‘দিনের পর দিন যে গেল’ সুখপাঠ্য একটি রচনা। ১৯৯২ সালের ৩রা মার্চ সুকুমার সেন প্রয়াত হন।