চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের জনপ্রিয় ও বরেণ্য ছড়াকার একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক সুকুমার বড়ুয়াকে স্মরণ ও তাঁর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব সহ–সভানেত্রী সাবিহা মুসা। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় ছড়াসম্রাট সুকুমার বড়ুয়ার ছড়াকর্মের উপর আলোচনায় অংশ নেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন চৌধুরী, ক্লাব সদস্যা মর্জিনা আখতার ও নাছিমা শওকত। সঙ্গীত পরিবেশন করেন ক্লাবের সহ–সাংগঠনিক সম্পাদিকা রোকসানা আকতার চৌধুরী (রুহী মোস্তফা)।
আলোচকরা সুকুমার বড়ুয়াকে বাংলা সাহিত্যে তথা ছড়ার জগতে এক ঐশ্বরিক প্রতিভা বলে আখ্যায়িত করেন। তারা বলেন, সুকুমার বড়ুয়া এক বিরলপ্রজ লেখক। বাংলা সাহিত্যে বিশেষ করে ছড়াসাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি কেবল ছড়া লিখেই খ্যাতি শীর্ষে অধিষ্ঠিত হয়েছেন। ছড়াকে অনন্য মর্যাদায় নিয়ে গেছেন। দুই বাংলায় তাঁর ছড়াশিল্প সমাদৃত। তাঁর অভিনব ও স্বতস্ফূর্ত ছড়া ছোট–বড় সকলের মুখে মুখে। নশ্বর পৃথিবী থেকে বিদায় নিলেও সুকুমার বড়ুয়া অবিনশ্বর ও অবিস্মরণীয় হয়ে থাকবেন তাঁর সৃষ্টিকর্মের তথা ছড়া সাহিত্যের মাঝে। ছড়ার জাদুকর সুকুমার বড়ুয়া নতুন প্রজন্মের কাছে ছড়া রচনার ক্ষেত্রে চিরায়ত মডেল হিসেবে অনুসরণীয় হবেন।সভায় সুকুমার বড়ুয়াকে শ্রদ্ধা নিবেদন করেন সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আকতার বারী, সদস্যা মেহের আফরোজ হাসিনা, মাইনু নিজাম, সাকেরা সাদেক, রোকেয়া চৌধুরী, রোকেয়া আহমেদ, মনোয়ারা আলম রুবী, লায়লা ইব্রাহিম বানু, নাজমা সাইদা বেগম প্রমুখ। সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












