সুকুমারের কাছে

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

ঠুসঠাস‘ ‘এলোপাতারিআর

নানা রঙের দিন

এক সুকুমার, তাঁর কাছে তো

আমার অনেক ঋণ।

চন্দনা রঞ্জনার ছড়া

ছন্দের গুণঝাঁক,

প্রিয় ছড়া শতকখানি

সত্যি চিচিংফাঁক

পাগলা ঘোড়াচড়ে ছোটেন

রোজ ছোটোদের হাট

লেজ আবিষ্কার‘ ‘আরো আছে

নদীর খেলাঘাট।

ঠিক কিছু না কিছুতো হয়

ঠিক আছে ঠিক আছে

জানতে সকল যেতেই হবে

সুকুমারের কাছে।

পূর্ববর্তী নিবন্ধফুলের দেশে পাখির দেশে
পরবর্তী নিবন্ধজ্বীনের আংটি