সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্কবিরোধী বিক্ষোভ ও পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে অবমাননার ঘটনায় তুরস্কের ক্ষোভের পারদ জমে তুঙ্গে। যে কারণে ন্যাটো সংক্রান্ত বিষয়ে ফিনল্যান্ডের কপালও পুড়তে চলেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু সে ইঙ্গিত দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে ন্যাটো নিয়ে আসা এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ত্রিপক্ষীয় আলোচনা ‘অর্থহীন’। খবর বাংলানিউজের।
আগামী ফেব্রুয়ারিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তুরস্ক–সুইডেন–ফিনল্যান্ডের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে গত শনিবার স্টকহোমের ঘটনা সেটি পণ্ড করে দিলো। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় কাভুসোগলু বলেন, সুইডিশ সরকার এটি করার অনুমতি দিয়ে জঘন্য পদক্ষেপে অংশ নিয়েছে।
এই পরিবেশে ত্রিপক্ষীয় বৈঠক অর্থহীন হয়ে গেছে। কিন্তু এটি স্থগিত করা হয়েছে। কারণ, বর্তমান পরিবেশ সেটি করার অনুমতি দেয় না। সভাটি স্বাস্থ্যকর হতো না।