সুইডেনের একটি স্কুল ক্যাম্পাসে গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়ার পর চারজনের অস্ত্রোপচার হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর।
আরও অনেকে আহত হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। যে আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে তাদেরই একজন এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। খবর বিডিনিউজের।
রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমের ওরেব্রো শহরে প্রাপ্তবয়স্কদের একটি শিক্ষাকেন্দ্রে মঙ্গলবার বিকালে এ গুলির ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘটনাটিকে আপাতত খুনের চেষ্টা, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র হামলার গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে।
কর্মকর্তারা হামলার ঘটনার পর মানুষজনকে স্কুলটি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আশেপাশের স্কুলের শিক্ষার্থীদেরকেও নিরাপত্তার স্বার্থে ভবনের ভেতরে রাখা হচ্ছে।