ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, কোরআন অবমাননাকারীদের ভয়াবহ কঠিন শাস্তির মুখোমুখি করা উচিত, আর এদের সহযোগিতা করার মাধ্যমে সুইডেন মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধংদেহী অবস্থান নিয়েছে। গতকাল তিনি এসব বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের। বাকস্বাধীনতার সুরক্ষা আইনের অধীনে সুইডেন কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ার পর ইরাক ও ইরানজুড়ে লাখ লাখ মানুষ তুমুল বিক্ষোভে ফেটে পড়ে। ইরাকের বিক্ষোভকারীরা বৃহস্পতিবার বাগদাদের সুইডিশ দূতাবাসে আগুনও দিয়েছে। গত মাসে ইরাকি এক শরণার্থী স্টকহোমের একটি মসজিদের বাইরে কোরআন পোড়ান। সুইডেনের কর্মকর্তারা বলেছেন, তারা এ কর্মকাণ্ডের নিন্দা জানালেও সেটা আটকানোর ক্ষমতা ছিল না তাদের। এ ঘটনায় দায়ীদের বিচার করতে তাদেরকে মুসলিম দেশগুলোর হাতে তুলে দিতে খামেনি সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।












