সী-ট্রাক সার্ভিস উদ্বোধন আজ

মগনামা-কুতুবদিয়া নৌরুট

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

অবশেষে কুতুবদিয়ামগনামা নৌরুটে আনুষ্ঠানিকভাবে সীট্রাক সার্ভিসের উদ্বোধন করা হচ্ছে আজ রবিবার। উপকূলীয় জনপদের মানুষের যাতায়াত সহজতর ও নিরাপদ করতে বিআইডব্লিউটিসিএর ব্যবস্থাপনায় এই সীট্রাকটি চালু করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সকাল ১১টায় পেকুয়ার মগনামা জেটিঘাটে কুতুবদিয়ার নৌপথে যাত্রা শুরুর মধ্যে দিয়ে ‘এস টি ভাষা শহীদ জব্বার’ নামের সিট্রাকটির উদ্বোধন করা হবে। এটিতে একসঙ্গে প্রায় ২৫০ জন যাত্রী বহন করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) . এম সাখাওয়াত হোসেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. সলিম উল্লাহ প্রমুখ।

ইতোমধ্যে উদ্বোধনের জন্য গতকাল শনিবার একটি সিট্রাক পেকুয়া উপজেলার মগনামায় আনা হয়েছে। সিট্রাকটি একনজর দেখতে উৎসুক জনতার ভিড় করছে। উদ্বোধন উপলক্ষে কুতুবদিয়ার বড়ঘোপ জেটিঘাট সাজানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে বিজয়ী করতে দাঁড়িপাল্লায় ভোট দিন
পরবর্তী নিবন্ধআমার হাঁস আমার চাষ করা ধানই খাইবো : রুমিন