সীমিত আকারে অ্যাকচুয়াল কোর্ট চালুর দাবি আইনজীবীদের

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

ভার্চুয়াল কোর্ট বাতিল করে সীমিত আকারে অ্যাকচুয়াল কোর্ট চালুর দাবি জানিয়েছেন চট্টগ্রামের আইনজীবীরা। তাঁরা বলেছেন-ন্যায় বিচারের স্বার্থে এটা করা প্রয়োজন। বিশেষ করে আত্মসমর্পণের সুযোগ ও ফৌজদারি-সিভিল মামলা দায়েরের বিষয়টি সংশ্লিষ্টদের বিবেচনায় নেয়া প্রয়োজন। আইনজীবী ও বিচারপ্রার্থীদের বিষয়টি বিবেচনা করতে হবে। এদিকে সীমিত আকারে অ্যাকচুয়াল কোর্ট চালু চেয়ে গত ৬ এপ্রিল ও গত ২২ এপ্রিল প্রধান বিচারপতি বরাবর লিখিত আবেদন করেছে জেলা আইনজীবী সমিতি। এর বাইরে আদালত পাড়ায় মানববন্ধনও হয়। আইনজীবীরা বলেছেন, সিভিল মামলা দায়ের বন্ধ থাকায় ভুমি দখলের সুযোগ নিচ্ছে দখলকারীরা। এতে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। আইনজীবীরা বলেছেন, দোকান-মার্কেটও খুলে দেয়া হয়েছে। এ অবস্থায় আদালতের কার্যক্রম চালু রাখা জরুরি। বর্তমানে শুধুমাত্র জামিন শুনানি হচ্ছে উল্লেখ করে আইনজীবীরা আরও বলেছেন, ন্যায় বিচার তো শুধু জামিনের উপর নির্ভর করে না। এখানে আসামিকে আত্মসমর্পণের সুযোগ দিতে হবে। মামলা দায়ের করার সুযোগ দিতে হবে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন গতকাল আজাদীকে বলেন, সীমিত আকারে অ্যাকচুয়াল কোর্ট চালু হোক, তা আমরা চাই। সিভিল মামলা ফাইলিংও এখন বন্ধ। এ অবস্থায় অনেকে হয়রানির শিকার হচ্ছেন। জায়গা দখল হয়ে যাচ্ছে, অথচ মামলা করতে পারছে না। এসব বিষয় তুলে ধরে আমরা গত ৬ এপ্রিল ও গত ২২ এপ্রিল প্রধান বিচারপতি বরাবর পৃথক দুটি লিখিত আবেদন করেছি। আবেদনে ভার্চুয়াল কোর্ট বাতিল করে সীমিত আকারে অ্যাকচুয়াল কোর্ট চালুর বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। অ্যাকচুয়াল কোর্ট চালু হলে জনসমাগম তেমন বেশি হবে না উল্লেখ করে তিনি বলেন, ট্রায়াল মামলার শুনানি বন্ধ রেখে বাকীগুলোর কার্যক্রম চলতে পারে। এতে স্বাস্থ্যঝুঁকি তেমন একটা থাকবে না। আমাদের প্রস্তুতি রয়েছে। স্বাস্থ্যবিধির বিষয়টি আমরা নজরদারি করবো। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে নিয়মতি কোর্ট বন্ধ করে সীমিত আকারে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাবিদ শহীদুল ইসলাম সরকারের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধশিক্ষানুরাগী কামাল উদ্দিনের স্মরণসভা আজ