সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন

নাইক্ষংছড়ি প্রতিনিধি | বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৪:৪৩ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ ছুরত আলম (৪৮) চাকঢালা চেরারমাঠ গ্রামের মৃত বাছা মিয়ার ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাঠ কাটতে সীমান্তের পুরানমাইজ্জা নামক মিয়ানমার বাহিনীর ৬ নম্বর ক্যাম্পের অদূরে যান ছুরত আলম। সেখানে শূন্যরেখায় মিয়ানমার বাহিনীর পুঁতে রাখা একটি স্থলমাইন তার বাম পায়ে লেগে বিস্ফোরিত হয়। এতে বাম পা উড়ে যায়। তাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি, পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের অনেকে বলছেন, ছুরত আলম কাঠুরিয়া নন, তিনি বার্মিজ গরু কারবারি। গরু আনতে গিয়ে এই দুর্ঘটনায় পড়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, তাকে কেউ বিষয়টি জানাননি। তার ধারণা, আহত ব্যক্তি গরু চোর হতে পারে। না হয় সীমান্তের ওপারে কেন গেছে?

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আড়াই লাখ পরিবার ঈদের আগে পাবে ভিজিএফের চাল
পরবর্তী নিবন্ধএবার ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা