সীমান্তে মাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়িতে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৬:৫৪ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে বাংলাদেশী যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত যুবকের নাম মোহাম্মদ সালাম (৪২)।

আজ শনিবার (২৯ মার্চ) দুপুরে একটার দিকে চাকঢালা সীমান্তে ৪৪ নং সীমান্ত পিলার এলাকায় শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনয়নের চাকঢালা সীমান্ত পথে মিয়ানমার থেকে অবৈধপথে পণ্য চোরাচালানে সময় নোম্যান্স ল্যান্ডে মিয়ানমার বাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হয়ে এক বাংলাদেশী যুবকের বাম পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠায়। আহত যুবক মোহাম্মদ সালাম (৪২) নাইক্ষ্যংছড়ি সদর ইউনয়নে চেরারমাঠ এলাকা বাসিন্দার মৃত আফজালের পুত্র।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুল আবছার বলেন, দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তপথে সংঘবদ্ধ একটি চোরাকারবারি চক্র অবৈধভাবে দুদেশে পণ্য পাচার কাজে জড়িত রয়েছে। চোরাই পণ্য নিয়ে মিয়ানমার থেকে ফেরার পথে চাকঢালা সীমান্তে ৪৪নং পিলারে শূণ্য লাইনে আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণের বাম পায়ের হাঁটুর নিচের অংশ
বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে কক্সবাজার হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, মাইন বিস্ফোরণে বাংলাদেশী যুবক আহত হওয়ার ঘটনাটি শুনেছেন। আহত ব্যক্তি সালাম’কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সীমান্তপথে পন্য চোরাচালানের কাজে জড়িত একটি চক্র জড়িত।

পূর্ববর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির সদস্য আবুল কালামের মৃত্যু
পরবর্তী নিবন্ধসিএমপির বিশেষ অভিযানে আরও ৩১ জন গ্রেফতার