সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না

সাতকানিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার সীমান্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় সীমান্তে দায়িত্ব পালনকালে বিজিবি এখন আর পিঠ দেখাবে না, বুক চিতিয়ে লড়বে। প্রয়োজনে জীবন বিলিয়ে দেবে। তাদেরকে সেই ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। সীমান্তে যারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে আমরা তাদেরকে সেই ধরনের প্রত্যুত্তর দিচ্ছি। ভারতের মিডিয়া ব্যাপক মিথ্যাচার করছে। বাংলাদেশের মিডিয়া সত্য ঘটনা প্রকাশ করে প্রত্যুত্তর দিচ্ছে। এজন্য আমাদের সাংবাদিকদের ধন্যবাদ জানাই।

তিনি গতকাল মঙ্গলবার সকালে বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ১০২তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সত্য কথা হলোসীমান্ত হত্যা এখনো শূন্যের কোটায় আনা সম্ভব হয়নি। খাসিয়াপল্লীতে পরপর দুইটি ঘটনা ঘটেছে। সেখানে এখনো কিছুটা সমস্যা রয়ে গেছে। সেখানে এপারেও খাসিয়া, ওপারেও খাসিয়া। এপার থেকে অনেক সময় ওপারে যায়। তখন নিজেদের মধ্যে চলমান সমস্যাগুলো নিয়ে ঝামেলা হয়। সম্প্রতি সংঘটিত ঘটনাগুলো দুই গ্রুপের অন্তকোন্দলের কারণে হয়েছে, বিএসএফ করেনি।

মিয়ানমার সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, গত সোমবার আমি মিয়ানমার সীমান্ত পরিদর্শন করে এসেছি। বিজিবির মহাপরিচালকও সাথে ছিলেন। সেখানে তেমন কোনো উত্তেজনা নাই। কোনো ধরনের শঙ্কাও নাই। সীমান্ত সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আরকান আর্মি এবং মিয়ানমার আর্মির মধ্যে যুদ্ধ চলছে। আরকান আর্মি বাংলাদেশেমিয়ানমার সীমান্তের মিয়ানামার অংশ দখল করে নিচ্ছে। এখন আমাদের উভয় পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। এখন মিয়ানমার সরকারের সাথে পতাকা বৈঠক করার মতো কোনো জায়গা নাই। কারণ তারা এই পারে আসতে পারে না। আরাকান আর্মির সাথেও আমাদের যোগাযোগ রয়েছে। তিনি আরো বলেন, সেন্টমার্টিন যেতে হলে আমাদের নাফ নদী দরকার হয়। বিজিবি এবং কোস্টগার্ড যেতে কোনো প্রকার বাঁধা দেয় না। অনেক সময় পর্যটকবাহী বড় জাহাজগুলোকে একটু বাঁধা দেয়। বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা চলছে। আশা করছি অচিরেই সমাধান হয়ে যাবে।

গত সোমবার সকালে টেকনাফের হ্নীলার জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের জায়গায় চারা রোপণ করার সময় শ্রমিক অপহরণ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। অপহৃত শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে। অচিরেই উদ্ধার হবে ইনশাআল্লাহ।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ১০২ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এসময় অভিবাদন মঞ্চে প্রধান অতিথির সাথে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

উল্লেখ্য, ১০২ তম ব্যাচে মোট ৬৯৫ জন রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। এরমধ্যে ৬৪৯ জন পুরুষ ও ৪৬ জন নারী রিক্রুট। নবীন সৈনিকদের মধ্যে শারীরিক উৎকর্ষতায় সেরা নবীন সৈনিক (পুরুষ) জামাতুল ইসলাম, সেরা নবীন সৈনিক (নারী) আরফিনা আক্তার, ফায়ারিংয়ে মো. লেবু মিয়া হৃদয় ও সর্ব বিষয়ে সেরা নবীন সৈনিক মো. নাঈম মন্ডলকে ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পূর্ববর্তী নিবন্ধ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবি
পরবর্তী নিবন্ধনানা প্রতিকূলতা, তবুও কন্টেনার ও কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড