চট্টগ্রাম জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনালে উঠেছে সীতাকুন্ড ডিগ্রী কলেজ এবং আনোয়ারা মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ। গতকাল শনিবার রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সীতাকুন্ড ডিগ্রী কলেজ ও রাউজানের ইমাম গাজ্জালী কলেজের মধ্যকার খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। আর সে টাইব্রেকারে সীতাকুন্ড ডিগ্রী কলেজ ৭–৬ গোলে রাউজান ইমাম গাজ্জালী কলেজকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় সেমিফাইনালে চন্দনাইশের বরমা কলেজ ও আনোয়ারা মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের মধ্যকার খেলাটিও নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র থাকে। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। আর সে টাইব্রেকারে আনোয়ারা মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ ৫–৩ গোলে চন্দনাইশ বরমা কলেজকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আগামী ২৪ জুলাই বিকাল ২:৩০ টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।