চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেনারের ডিপোতে লাগা আগুনে হতাহতদের জন্য বিশেষ মোনাজাত করেছেন মালয়েশিয়ায় অবস্থানরত জাতীয় দলের ফুটবলাররা। গতকাল রোববার বিকেলে অনুশীলন শুরুর আগে খেলোয়াড়রা বিশেষ এই মোনাজাত করেছেন। জামাল ভূঁইয়ারা আহত মানুষের পাশে এগিয়ে আসার জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মোনাজাত পরিচালনা করেছেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন। কুয়ালালামপুর থেকে দলের ম্যানেজার ইকবাল জানিয়েছেন, চট্টগ্রামে কনটেইনার ডিপোতে আগুন লেগে ও বিস্ফোরণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ফুটবল দলের সবাই মর্মাহত।
যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আমরা আল্লাহর দরবারে দোয়া কামনা করেছি। এছাড়া আমরা সামর্থ্যবানদের আহ্বান জানাচ্ছি তারা যেন আহতের পাশে দাঁড়ান।












