সীতাকুন্ডে আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সীতাকুন্ড প্রতিনিধি | সোমবার , ৮ জুলাই, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক) সীতাকুন্ড উপজেলা পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার। বিকেলে কুমিরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সীতাকুন্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৪১ গোলে কুমিরা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টে ৮ টি দল অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কে এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য এর পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম৪ সীতাকুন্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নুর উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, কুমিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ারা বেগম সহ বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । প্রধান অতিথি এস এম আল মামুন এমপি বলেন মাদকমুক্ত সমাজ গঠন, ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রাখার লক্ষ্যে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে যুবকদের সুপথে রাখার প্রয়াস অব্যাহত রয়েছে। এর মাধ্যমে ২০৩০ সালে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক এবং ২০৪১ সালের মধ্যে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও অন্তর্ভূক্তিমূলক উচ্চ আয়ের “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে সহায়ক হবে। খেলা শেষে অতিথিবৃন্দ দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধ২০ বছর পর ইউরোর সেমিতে ডাচরা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ফুটবলের দল বদলের নিরুত্তাপ প্রথম দিন