কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে রাইজিং স্টার জুনিয়র। মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় রাইজিং জুনিয়র ৩২ রানে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। এর আগে রাইজিং জুনিয়র কর্ণফুলী ক্লাবকে হারিয়েছিল। গতকাল রোববার টসি জিতে রাইজিং জুনিয়র প্রথমে ব্যাট করে। ৪৮.৩ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ২৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে সারওয়ার আহমেদের ব্যাট থেকে। তিনি ৯০ রান সংগ্রহ করেন। এছাড়া খালেদ সাইফুল্লাহ ৩৮,কফিল উদ্দিন ২৬, সালেহিন রিফাত ৪৮ এবং শাহ পরান ৪৫ রান যোগ করেন। অতিরিক্ত রান হয় ২১। সীতাকুন্ডের পক্ষে তাজুল ইসলাম ৪৭ রান দিয়ে একাই ৬টি উইকেট তুলে নেন। ৩টি উইকেট পান রবিবুল হোসেন। জবাবে রাইজিং জুনিয়রের শেখ নাহিদের বোলিং তোপে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা ৪৮.৫ ওভার খেলে ২৪৮ রান তুলে থেমে যায়। শেখ নাহিদ ২৬ রান দিয়ে একাই ৭ উইকেট লাভ করে। এর মধ্যে তৌহিদ,নাজিম এবং তাজুলকে পরপর তিন বলে আউট করে হ্যাট্রিক অর্জন করেন নাহিদ। সীতাকুন্েডর পক্ষে মমিনুর রহমান সর্বোচ্চ ৫৩ রান সংগ্রহ করেন। ওপেনার শাওন ইসলামও ৫১ রানের ইনিংস খেলেন।
এছাড়া সাজ্জাদ হোসেন ৩৭,তাইফ মাহমুদ ৩৬ এবং তৌহিদ তারেক খান ৩৫ রান সংগ্রহ করেন। অতিরিক্ত রান হয় ২২। নাহিদ ছাড়া রাইজিং স্টার জুনিয়রের শাহ পরান ২টি এবং সোহেল হোসেন ১টি উইকেট পান। আজকের খেলা : বাংলাদেশ রেলওয়ে বনাম শতদল জুনিয়র।