সীতাকুণ্ড উপজেলার বড়দারোগা হাট বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
অভিযানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারা মতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
মেহেদি হাসানকে ২ হাজার টাকা, গৌরাঙ্গ দে’কে ৩ হাজার, কামরুল হাসান ২ হাজার, তারেক হোসাইন ৩ হাজার, নিজাম উদ্দিন ৩ হাজার, মোঃ আজম ৫শত, আলম সওদাগর ২ হাজার, তপন কুমার নাথ ২ হাজার সহ সর্বমোট ১৭,৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম।