সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার এক্সরে মেশিন উদ্বোধন করেন সাংসদ দিদারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, ডা. প্রতীম চক্রবর্তী, ডা. মো. হোসাইন, মো.তানভীর, আবদুর রাজ্জাক প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুর উদ্দিন জানান, হাসপাতালে এক্সরে মেশিন না থাকায় এখানে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হতো। ডিজিটাল এক্সরে মেশিনটি উদ্বোধনের মাধ্যমে চিকিৎসা সেবায় সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স একধাপ এগিয়ে যাওয়ার পাশাপাশি সীতাকুণ্ডবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ গোলাম ছোবহান (র.) স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধবন্দুকসহ যুবক আটক