সীতাকুণ্ড স্টেশনে প্রতিদিন যাত্রা বিরতি করবে ৬টি ট্রেন

শিব চতুর্দর্শী মেলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে ছয়দিন ব্যাপী শিব চতুর্দর্শী মেলা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে প্রতিদিন ৬টি ট্রেন যাত্রা বিরতি করবে। মেলার মূল আয়োজন আগামী বৃহস্পতিবার হলেও এ আয়োজন ঘিরে ৯ মার্চ থেকে আসতে শুরু করবে দর্শনার্থীরা। তাই ৯ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত মোট ৬ দিন সীতাকুণ্ড স্টেশনে দুই মিনিটের যাত্রাবিরতি ঘোষণা করেছে রেলওয়ে। এতে করে ওই ৫ দিনে সীতাকুণ্ড স্টেশনে যাত্রা বিরতি করবে ৫টি আন্তঃনগর ও ১টি মেইল ট্রেন। গতকাল সোমবার রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্তের এক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। রেলওয়ে সূত্রমতে, যাত্রা বিরতির জন্য নির্ধারিত ওই ৬টি ট্রেন হল চট্টগ্রাম-ঢাকা রুটের মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস। এ ৫টি আন্তঃনগর ট্রেন ছাড়াও ঢাকা মেইলও যাত্রা বিরতি করবে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধনাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
পরবর্তী নিবন্ধআলোকিত মানুষ গড়ার অনন্য রূপকার হযরত গাউছুল আজম