সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সভাপতি হলেন লায়ন হাজী মহিউদ্দিন

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড সমিতিচট্টগ্রামের সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন হাজী মোহাম্মদ মহিউদ্দিন।

গত ২২ ফেব্রুয়ারি খুলশী গোল্ডেন স্পোন রেস্টুরেন্টে সীতাকুণ্ড সমিতিচট্টগ্রামের সভাপতি লায়ন মো. নাছির উদ্দিন মানিকের সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার লায়ন মো. গিয়াস উদ্দিন, কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিদায়ী সভাপতি লায়ন মো. নাছির উদ্দিন মানিক নবগত সভাপতি লায়ন হাজী মোহাম্মদ মহিউদ্দিনের নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।

উল্লেখ্য, সীতাকুণ্ড সমিতিচট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৪ এ ৩১টি পদে শুধু সভাপতি পদে ২জন প্রার্থী ছিলেন। সমঝোতার মাধ্যমে ২ প্রার্থী এক বছর করে মেয়াদ ভাগ করে নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবসে জেলা আইনজীবী সমিতির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধশাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শিক্ষক সমাবেশ