সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন কাল শনিবার অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফশিল অনুযায়ী এরইমধ্যে সমিতির কার্যনির্বাহী পরিষদের ৩১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৬টি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছেন। শনিবার ভোট গ্রহণ হবে শুধুমাত্র শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ১টি ও ৪টি সদস্য পদে। এই পাঁচটি পদে মোট প্রার্থী সংখ্যা ৭জন। ওই দিন নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সমিতির ভোটারদের ভোট প্রদান করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এড. মোহাং আবুল হাসান শাহাবউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।