সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেঙে সংগঠনের কার্যকরী কমিটির সভায় গরিব ও অসহায় বিধবা মহিলাকে আত্মকর্মসস্থানের লক্ষ্যে এ সেলাই মেশিন প্রদান করা হয়। এ উপলক্ষে ফেডারেশনের আহ্বায়ক লায়ন মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব পলাশ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজু কামাল, গাজী সামসুল আলম, এ কে এম মসিউদদৌলা, আহমদ আরমান সিদ্দিকী, লিটন কুমার চৌধুরী, মো. বেলাল হোসেন, শাহিদুল ইসলাম মিন্টু, ইঞ্জিনিয়ার মো. কামরুদৌজা, এম ও এইচ কাইয়ুম, কাজী আলী আকবর জাসেদ, মফিজুর রহমান সাজ্জাদ, মো. মঞ্জুর মোরশেদ চৌধুরী, মো. ইকবাল হোসেন টিপু, এড মো. সরোয়ার হোসাইন লাভলু, জেসমিন আক্তার, মো. সোহেল, মো. আবু তাহের, মো. ওমর ফারুক প্রমুখ। সভার শুরুতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিতে সহ–সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুুয়া, সাধারণ সম্পাদক এ কে এম মছিউদদৌলা ও সদস্য লায়ন মো. বেলাল হোসেনকে অর্ন্তভুক্ত করায় ফেডারেশনের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়া ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ৫০০জন এতিম ছাত্র–ছাত্রীদের মাঝে খাবার বিতরণ, খতমে কোরআন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়