সীতাকুণ্ড সংসদীয় আসন থেকে উত্তর কাট্টলী ও পাহাড়তলীকে বাদ দেয়ার দাবি

নির্বাচন কমিশনে পত্র

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৪ সীতাকুণ্ড সংসদীয় আসন থেকে উত্তর কাট্টলী (আংশিক) ও পাহাড়তলী এলাকাকে বাদ দেয়ার দাবি জানানো হয়েছে। এলাকা দুটিকে সীতাকুণ্ড আসন থেকে বিযুক্ত করে শহরের যেকোনো আসনের সঙ্গে যুক্ত করারও দাবি জানিয়ে নির্বাচন কমিশনে পত্র দিয়েছেন এডভোকেট এ এইচ এম জাহিদ হোসেন।

তিনি নির্বাচন কমিশন বরাবর লিখিত পত্রে বলেছেন, চট্টগ্রাম৪ তথা সংসদীয় আসন ২৮১এ বর্তমানে সীতাকুণ্ড উপজেলার পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর কাট্টলী (আংশিক) ও পাহাড়তলী এলাকা যুক্ত করে দেয়া হয়েছে। আগে উত্তর কাট্টলী বন্দর আসনের সঙ্গে যুক্ত ছিল। উত্তর কাট্টলী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের আওতাধীন শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সীতাকুণ্ড আসনের সঙ্গে যুক্ত করে দেয়ায় নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। তিনি উত্তর কাট্টলী এবং পাহাড়তলী এলাকাকে আগের মতো শহরের কোনো সংসদীয় আসনে যুক্ত করে দিয়ে সীমানা নির্ধারণের আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর মারমুখো পুলিশ
পরবর্তী নিবন্ধবান্দরবানে জুম চাষিকে কুপিয়ে হত্যা