সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। গত বুধবার সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সীতাকুণ্ড মেলা কমিটির সভাপতি ও ইউএনও মো. শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর হাতে অনুদানের চেক তুলে দেন চট্টগ্রাম জেলা পরিষদ সেদস্য আ ম ম দিলসাদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) মো. আশরাফুল আলম, বিজয় চক্রবর্তী, পিন্টু ভট্টাচার্য, অলক ভট্টাচার্য, গৌতম অধিকারী, অমৃত ভৌমিক প্রমুখ। জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ বলেন, বাংলাদেশ সব ধর্মের সম্প্রীতির দেশ। এ ধারা অব্যাহত রাখতে চট্টগ্রাম জেলা পরিষদ সীতাকুণ্ডের উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখে আসছে। সীতাকুণ্ড মেলা কমিটির সভাপতি ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ বিগত ৪ বছর নিয়মিতভাবে অনুদান দিয়ে আসছে। সীতাকুণ্ড মেলা কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।