সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে ফায়ার বোতল বিস্ফোরণ ব্যবসায়ী আহত

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৫:০৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পুরাতন স্ক্র্যাপ জাহাজের ফায়ার বোতল বিস্ফোরিত হয়ে মো. রুবেল (৩৮) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার বিকাল তিনটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ বত্তারপাড়া এলাকায় মেসার্স এম. এ শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহত রুবেল ওই এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র। তিনি নগরীরর মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত ব্যবসায়ীর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা। বিষয়টি নিশ্চিত করে ইয়ার্ড ম্যানেজার বাহাদুর খান বলেন, জাহাজের টেন্ডারের দিন পুরাতন মালামাল দেখার সময় হঠাৎ করে জাহাজের পুরাতন ফায়ার বোতল বিস্ফোরিত হয়ে গ্যাস নির্গত হলে এক ব্যবসায়ী আহত হন। তাকে হাসপাতালে প্রেরণ করেছি। সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, একটি শিপ ইয়ার্ডে এক ব্যক্তি আহত হয়েছে শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের তিন পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পরবর্তী নিবন্ধকলাকেন্দ্রের পূর্ণাঙ্গ কমিটি গঠিত