সীতাকুণ্ড শঙ্কর মঠের অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা কর্মসূচি

| বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬তম আবির্ভাব উৎসব উপলক্ষে গতকাল বুধবার স্বাস্থ্যসেবা কর্মসূচি পালন করা হয়। মঠের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজের চক্ষু চিকিৎসার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। শঙ্কর মঠ ও মিশনের মহানগর কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার নন্দীর সৌজন্যে কর্মসূচিতে রোগী ও ভক্তবৃন্দের চক্ষু চিকিৎসা, ডায়াবেটিক পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয় করেন লায়ন্স চক্ষু হাসপাতাল এন্ড ইনস্টিটিউটের চিকিৎসকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সন্তোষ কুমার নন্দী, ডা. অনিক মজুমদার, ডা. অরবিন্দ, ডা. মো. জসিম উদ্দিন, ডা. নুরুল আবছার, ডা. মো. মিজান উদ্দিন, ডা. মো. সেলিম, ডা. বিথী দে, । বিকেলে ব্রহ্মানন্দ গিরি মহারাজের আয়ুর্বেদ চিকিৎসা বিষয়ক ধারণা উপর আলোকপাত, মাতৃসম্মেলন, বস্ত্র বিতরণ, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। মাস্টার অজিত কুমার শীলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার হার বাড়লেও, বাড়েনি শিক্ষার মান : মেয়র শাহাদাত
পরবর্তী নিবন্ধনারীদের কর্মসংস্থানে চাকরি মেলা