সীতাকুণ্ড মডেল থানায় ফিরছে পুলিশ, সহযোগিতা করছে ছাত্র-জনতা

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৭:২০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড মডেল থানার প্রাণচাঞ্চল্যে ফিরে এসেছে। গত বৃহস্পতিবার সকালে ওসি মো. কামাল উদ্দিনসহ পুলিশ অফিসাররা থানায় ফিরে এসেছেন এবং অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন। তবে বিভিন্ন দাবি পূরণের জন্য পুলিশরা কর্মবিরতিতে থাকায় গত বৃহস্পতিবার থানায় কোনো অভিযোগ নেয়া হয়নি।

সংশ্লিষ্টরা জানান, দায়িত্ব নেওয়া পুলিশের নতুন আইজিপির নির্দেশে তারা কর্মস্থলে যোগদান করেছেন। পুলিশ অফিসাররা কর্মস্থলে ফিরে আসার খবরে সেবাপ্রার্থীরাও থানাতে যাতায়াত শুরু করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিনদিন নিরাপত্তার কারণে কর্মস্থল ত্যাগ করে তারা আত্মগোপনে ছিলেন। কর্মস্থলে আসার পর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং আপামর জনসাধারণ পুলিশ সদস্যরা যাতে নিরাপদে কাজ করতে পারেন সেজন্য সর্বাত্মক সহয়োগিতার আশ্বাস দেন।

সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দ কর্মস্থলে ফিরে আসা ওসি মো. কামাল উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ছাত্রসমাজের মোমবাতি মিছিল
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মামার বাটামের আঘাতে ভাগিনার মৃত্যু