সীতাকুণ্ড বালিকা স্কুলের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড ঐতিহ্যবাহী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু হওয়া বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কাজী ফজলুল করিম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল আলমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী এবং রায়হানা সুলতানার যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বালিকা উচ্চ বিদ্যালয়ের কমিটির সদস্য মোঃ রবিউল হোসেন। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল মমিন, কল্যাণী দাশ, কাউসার হোসেন, ফারজানা চৌধুরী, পারভিন আক্তার, মোঃ ইব্রাহীম হোসাইন, লিটা রায় সহ আরো অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের হাউস ভিত্তিক অসংখ্য প্রতিযোগি এতে অংশ নেয়। প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল আলমের সমাপনি বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পূর্ববর্তী নিবন্ধসুশাসন ফেরাতে জনগণই ক্ষমতার উৎস হবে
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক