দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনাময় স্থান ফটিকছড়ি। সীতাকুণ্ড বারৈয়ার ঢালা সংযোগ সড়ক। এই সড়কটি নির্মাণ হলে দুপাশে সারি সারি বৃক্ষের সমারোহ দেখে যেকোনও পর্যটক বিমোহিত হয়ে পড়বেন। ফটিকছড়ি ও সীতাকুণ্ড অংশে উভয় পাশে ইতিমধ্যে পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। বনবিভাগের অভিযোগের কারণে মাঝখানে দুই কিলোমিটার রাস্তার কাজ বন্ধ করে দেয়া হয়। পাহাড়ের মাঝখান দিয়ে তৈরি হলে এই সড়কটি এ এলাকার মানুষের চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে ঘুরতে আশা পর্যটকদের জন্য দর্শনীয় স্থান হিসেবে ব্যাপক পরিচিত লাভ করবে। সড়কটি নির্মাণ হলে এলাকায় যারা কৃষিকাজ করেন এবং ফলদ ও বনজ বাগান করেন তাদের পরিবহন খরচও অনেকাংশে কমে আসবে। স্বল্প সময়ে মালামাল আনা নেয়া সহজ হবে। এর পাশাপাশি এটি উত্তর চট্টগ্রামে টুরিজ্যম প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছি। নিঃসন্দেহে বলা যায় সড়কটি এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে যথেষ্ট অবদান রাখবে। আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি।
নাজমুল হাসান চৌধুরী হেলাল
ফটিকছড়ি,
চট্টগ্রাম।