সীতাকুণ্ড বাজারে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:৪৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে জেলিযুক্ত চিংড়ি বিক্রির অপরাধে এক আড়ৎদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এ জরিমানা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, সীতাকুণ্ড থানার এসআই সঞ্জয় শর্মা, মেরিন ফিশারিজ অফিসার জান্নাতুল ঝর্ণা ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, বেলাল এন্টারপ্রাইজ নামে একটি মাছের আড়তে জেলিযুক্ত চিংড়ি বিক্রির খবরে অভিযান চালানো হয়। এ সময় আড়তটিতে ১৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি পাওয়া যায়। প্রতিটি চিংড়িতে ৩০০ গ্রামেরও অধিক জেলি যুক্ত ছিলো। এটি স্বাস্থ্যের জন্য যেমন হুমকিস্বরূপ, ঠিক তেমনি ভোক্তাদের সঙ্গেও প্রতারণা।

শিল্পকলায় স্কেচ গ্যালারির ‘আলোকচিত্রে মঞ্চালোক২’

জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে চট্টগ্রামের মঞ্চ নাটক বিষয়ে ‘আলোকচিত্রে মঞ্চালোক২’ শীর্ষক ৪ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রয়াসি স্কেচ গ্যালারির উদ্যোগে আয়োজিত ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনীতে আলোকচিত্রী মোরশেদ হিমাদ্রী হিমু, তানজীর হোসেন ফাহিম ও শাহরিয়ার হান্নান কর্তৃক গৃহীত ও সংগৃহীত স্বাধীনতাত্তোর চট্টগ্রামের উল্লেখযোগ্য মঞ্চ প্রযোজনার ১০০টি নাটকের ১০০টি ছবি প্রদর্শীত হবে। গত ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের সভাপতি অধ্যাপক আব্দুস সেলিম। অতিথি ছিলেন রবিউল আলম, শিশির দত্ত, জিয়াউল হাসান কিসলু, বাবুল বিশ্বাস ও শোয়েব ফারুকী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ চট্টগ্রামেও মুক্তি পাচ্ছে কিশোর চলচ্চিত্র মেঘ রোদ্দুর খেলা
পরবর্তী নিবন্ধমানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে