সীতাকুণ্ড প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি  | মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড প্রেস ক্লাবের আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গত রোববার। সীতাকুণ্ড ইকোপার্কে দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সীতাকুণ্ড আসনের এমপি দিদারুল আলম। প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাত হোসেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের হেড অব নিউজ মো. মামুন আব্দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ ইমরান, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এএইচ এম তাজুল ইসলাম নিজামী, শিক্ষা অফিসার নুরুচ্ছাপা, মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, মৎস্য অফিসার কামাল উদ্দিন চৌধুরী, প্রেস ক্লাব সাবেক সভাপতি এম ফোরকান আবু, এম হেদায়েত উল্লাহ, এম সেকান্দর হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন (দ্বৈত্য প্রতিযোগিতা) স্বাস্থ্য কর্মকর্তা জুটি ডা. নুর উদ্দিন রাশেদ ও ডা. সালাউদ্দিন জুটি, রানার্স আপ ইউএনও জুটি মো. শাহাদাত হোসেন ও তপন মালাকার জুটি, তৃতীয় স্থান শেখ সাইফুলঅশোক দাস জুটি, কেরাম চ্যাম্পিয়ন (দ্বৈত) নাছির উদ্দীন অনিক ও লিটন কুমার চৌধুরী জুটি, রানার্স আপ শেখ সালাউদ্দিন ও জাহিদ আনোয়ার চৌধুরী জুটি, তৃতীয় স্থান এম হেদায়েত ও জাহাঙ্গীর আলম, দাবা একক চ্যাম্পিয়ন সৌমিত্র চক্রবতী, রানার্স আপ শেখ সাইফুল, তৃতীয় স্থান লিটন কুমার চৌধুরী, কেরাম (একক) চ্যাম্পিয়ান সাইফুল ইসলাম, রানার আপ নাছির উদ্দীন অনিক ও তৃতীয় লিটন কুমার চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাধ্যমিক স্কুল পর্যায়ে বালিকা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধশোভনদন্ডীতে আহমদ শফি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন