সীতাকুণ্ড প্রেসক্লাব আন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৫৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড প্রেসক্লাব আন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গত বুধবার রাতে ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে সৌমিত্র-সাইফুল জুটি। রানার্স আপ হয় লিটন-সঞ্জয় জুটি। অন্যদিকে একইদিন সিঙ্গেলসের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় শেখ সাইফুল ও রানার্স আপ হয় সৌমিত্র চক্রবর্তী। সীতাকুণ্ড প্রেসক্লাবের আন্তঃ ব্যাডমিন্টনে ডাবলসে ৭টি দল এবং সিঙ্গেলসে ১৪ টি দল অংশগ্রহন করে। লীগ পদ্ধতিতে এ খেলা শুরু হয় গত ২২ জানুয়ারী। এরপর নকআউট পদ্ধতিতে কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল শেষে সিঙ্গেলস এবং ডাবলস দুটি বিভাগেরই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ডাবলসে তৃতীয় স্থান লাভ করে হেদায়েত-দেলোয়ার জুটি এবং সিঙ্গেলসে তৃতীয় স্থান অর্জন করে মীর মামুন। ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন জানান, আসন্ন প্রেসক্লাবের মিলনমেলার অনুষ্ঠানে এসব খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তঃজেলা ভলিবলের সেমিফাইনালে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধবিদায় নিলেন গতবারের চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন