সীতাকুণ্ড প্রেসক্লাব আন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব মাঠে মাসব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমুল ইসলাম ভূইয়া। সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস.এম.আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। টুর্নামেন্টে ৭টি দল অংশগ্রহণ করছে।