সীতাকুণ্ড পৌর জামায়াতের সাবেক আমীর আবদুল মান্নানের ইন্তেকাল

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌর জামায়াতের সাবেক আমীর আবদুল মান্নান (৭৫) ইন্তেকাল করেছেন(ইন্নারাজেউন)। গত রোববার রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যানা। তিনি স্ত্রী, ১ কন্যা, ৫ ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। মরহুম আবদুল মান্নান সীতাকুণ্ড পৌরসদরের আমিরাবাদ এলাকার মৌলভী আজিজুল রহমানের বাড়ির নুরুল ইসলামের একমাত্র ছেলে। তিনি দীর্ঘদিন জামায়াতে ইসলামী সীতাকুণ্ড পৌর আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গতকাল সোমবার সকাল ১০ টায় সীতাকুণ্ড হাসান গোমস্তা জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আবদুল মান্নানের মৃত্যুতে জেলা আমীর আলাউদ্দিন সিকদার, জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, উপজেলা আমীর মিজানুর রহমান, সেক্রেটারি মো. তাহের, এসিট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী, সীতাকুণ্ড পৌর সাবেক আমীর তৌহিদুল আলম, পৌর সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েল, মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ মৈাক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধমৌলানা ফজলুল করিম
পরবর্তী নিবন্ধমহেশখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার তিন