সীতাকুণ্ড পৌর কাউন্সিলর জসিম স্বপদে বহাল

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৪৭ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয় কর্তৃক সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করে সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর বদিউল আলম জসিমকে স্বপদে বহালের আদেশ দেয়া হয়েছে। গত ১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের উপ-সচিব মো. আব্দুর রহমান প্রেরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, গত ১২ এপ্রিল সীতাকুণ্ড পৌরসভার এক জরুরি সভায় কাউন্সিলর বদিউল আলম জসিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ে চিঠি পাঠানো হয়। আনীত অভিযোগের ভিত্তিতে গত ১৭ মে স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার এক পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং স্থানীয় সরকার বিভাগ বিষয়টি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে তদন্তভার নেস্থ করা হয়। বিভাগীয় কমিশনার তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে স্থানীয় সরকার বিভাগ বদিউল আলম জসিমকে কাউন্সিলর পদে বহাল রাখে। তবে ভবিষ্যতে এরূপ কোনো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে মর্মে বদিউল আলম জসিমকে সর্তক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট মহানগর শাখার সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে জাসদের ৫০ বছর পূর্তির আলোচনা সভা