সীতাকুণ্ড পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক জুলফিকার আলি মাসুদ শামিম গতকাল শনিবার রাত ৮ টা ১৫ মিনিটে নগরীর পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান। আজ রবিবার সীতাকুণ্ড পৌরসভার শিবপুর গ্রামের নিজ বাড়িতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কাউন্সিলর শামিমের মৃত্যুতে সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।