সীতাকুণ্ড পাহাড়ে ভয়াবহ আগুন

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৬ অপরাহ্ণ

সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকাল থেকে প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় বাসিন্দারা। এ সময়ের মধ্যে আগুন ভয়াবহরূপে আশেপাশের পাহাড়গুলোতে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় বিস্তৃত পাহাড়ি বনাঞ্চল।

স্থানীয়রা জানান, বিকালে চন্দ্রনাথ পাহাড়ের শেখ পাড়া এলাকায় স্থানীয় লোকজন বাগানে আগুন দেখতে পেয়ে সেখানে ছুটে যান তারা। আগুনের উত্তাপ এতো বেশি ছিলো যে দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ছিল। পাহাড়ি পাথর, বালু নিক্ষেপ করে ও গাছের ঢালপালা কেটে আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনেন গ্রামবাসী।

স্থানীয় যুবক মো. ইকবাল হোসেন বলেন, শুস্ক মৌসুমে পাহাড়ে প্রায় সময় আগুন লাগে। তবে অসাবধানতাবশত কেউ সিগারেটের আগুন ফেলে থাকলে তা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে চন্দ্রনাথ পাহাড়ের উত্তর পাশে শেখ নগর নামক স্থানে আধা কিলোমিটার বন পুড়ে গেছে।

তবে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মীরা খবর পেয়ে পাহাড়ের পাদদেশে উপস্থিত হলেও পাহাড়ের ভূমি উঁচু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে গাড়ি নিয়ে ওঠা এবং অবস্থান করা সম্ভব না হওয়ায় তাদের কিছু করার ছিল না।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ‘কাজী’র হুমকি, ছোট ভাইয়ের স্ত্রীর থানায় জিডি
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি, গুলিবিদ্ধ ৭