সীতাকুণ্ড পাহাড়ি গহীন অরণ্য থেকে মোঃ আবুল হোসেন (৬৭) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকার একটি স্পট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গহীন পাহাড়ি অঞ্চলের বনের পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন ওই এলাকার লোকজন। পরে পুলিশে খবর দিলে পুলিশ বিকেল ৩ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, সোনাইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে উদ্ধারকৃত নিহত মোঃ আবুল হোসেন হাটহাজারী উপজেলার দেওয়ানবাগ এলাকার বাসিন্দা মোঃ নজু মিয়ার ছেলে। তিনি আরো বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাঁর লাশ তুলে দেওয়া হবে।