উত্তম কৃষি চর্চা অনুসরণ করে সারা দেশের মধ্যে এ প্রথম বারের মত নতুন নিয়মে রপ্তানিযোগ্য চিচিঙ্গার ভেলিডেশন ট্রায়াল সমপ্রতি সম্পন্ন করেছেন সীতাকুণ্ডের কৃষক। আর এ কার্যক্রম বাস্তবায়নে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। উত্তম কৃষি চর্চা অনুসরণ করে রপ্তানিযোগ্য নিরাপদ চিচিঙ্গার আবাদ পর্যবেক্ষণ করতে এবং এ কাজের সফলতাকে কৃষকের মাঝে ছড়িয়ে দিতে প্রচার–প্রচারণা করতে ছুটে আসেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ মোঃ মনির হোসেন, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও গ্যাপ ইউনিটের প্রধান মোঃ শফিউজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ জহির হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র খুলশির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ মনিরুজ্জামান, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপপরিচালক মোঃ ওমর ফারুক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ রবিউল ইসলাম। চিচিঙ্গার জমি পযবেক্ষণের পর সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহর সভাপতিত্বে অতিথিদের উপস্থিতে উপজেলা পৌরসদরের নুনাছড়া এলাকায় রানার জাতের চিচিঙ্গা ফসল আবাদের বিভিন্ন নিয়ে কৃষকদের পরামর্শ দেয়া হয়। এদিকে নুনাছড়া ব্লকে চিচিঙ্গা চাষি মোঃ আবু তাহের বলেন, এখনকার কৃষক নুর মোহাম্মদ ও তাজুল ইসলাম দুলালসহ ৩ জন চলতি বছরের ১৪ এপ্রিল এক একর জমিতে রানার জাতের চিচিঙ্গা ফসলের আবাদ শুরু করেছি, এরপর ৬মে থেকে ফসল সংগ্রহ করা শুরু করেছি। উৎপাদন খুব ভাল হয়েছে। সে হিসেবে এ পযন্ত ১৭ মেট্রিক টন চিচিঙ্গা উৎপাদন হয়েছে। এতে খরচ হয়েছে ১লক্ষ টাকা। পাইকারিতে ৩০টাকা কেজি হিসেবে বিভিন্ন হাঁটে বিক্রি করেছি প্রায় ১লক্ষ টাকা। আরো দেড় লক্ষ টাকার ও বেশি চিচিঙ্গা বিক্রি করতে পারবো বলে আশা করছি। এ বিষয়ে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শফিউজ্জামান বলেন, গুণগত ফসলের উৎপাদনে ‘গেপ’ মানদন্ড। আর এ মানদন্ডে ফসল উৎপাদনে বিভিন্ন কাযক্রম কিভাবে পরিচালিত হবে এ বিষয়ে সব কিছু বলা আছে। উত্তম কৃষি চর্চা অনুসরণে ফসলের ও পরিবেশের কোনো ক্ষতি হবেনা এবং স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদন সম্ভব হবে। সারা দেশের মধ্যে এ প্রথম সীতাকুণ্ডে উত্তম কৃষি চর্চা অনুসরণ করে রানার জাতের চিচিঙ্গা ফসলের ভেলিডেশন ট্রায়াল সম্পন্ন হয়েছে। ফসল উৎপাদন অনেক ভাল হয়েছে। এই ভেলিডেশন ট্রায়ালের সফল দিকগুলো সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কৃষি ক্ষাত আরো অনেক এগিয়ে যাবে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুল্লাহ বলেন, সারা দেশের মধ্যে শুধু চট্টগ্রামের সীতাকুণ্ডে নুনাছড়া এলাকায় প্রথম বারের মত এক একর জায়গায় রানার জাতের চিচিঙ্গার আবাদ করেছেন ৩ জন কৃষক। এসব চাষে উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ শাহ্ আলম কৃষকদের সবরকম পরামর্শ প্রদান করে যাচ্ছেন। এটি রপ্তানিযোগ্য নিরাপদ চিচিঙ্গা সবজি।