সীতাকুণ্ড থেকে চুরি হওয়া সিএনজি টেক্সি খুলশীতে উদ্ধার, গ্রেপ্তার ২

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে চুরি হওয়া একটি সিএনজি টেক্সি চট্টগ্রাম নগরী থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার নগরীর খুলশী থানাধীন এলাকা থেকে সিএনজি টেক্সিটি উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে একটি সিএনজি টেক্সি চুরি হয়। এ ঘটনায় গাড়ির মালিক শ্রীরাম চন্দ্র নাথ বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম চট্টগ্রামের খুলশী থানাধীন ওয়ার্লেস সেগুনবাগানস্থ হান্নানের গ্যারেজ থেকে চোরাইকৃত বাজাজ সিএনজি টেক্সিটি উদ্ধার করে। গাড়ির মূল্য আনুমানিক ৬ লাখ টাকা।

মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার এসআই মো. মাহমুদুল হাসান বলেন, এ ঘটনার সাথে জড়িত ২ আসামি রাজু চৌধুরী ও হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএনসিপির যুবশক্তি আসছে শুক্রবার
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা