সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে চুরি হওয়া একটি সিএনজি টেক্সি চট্টগ্রাম নগরী থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার নগরীর খুলশী থানাধীন এলাকা থেকে সিএনজি টেক্সিটি উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে একটি সিএনজি টেক্সি চুরি হয়। এ ঘটনায় গাড়ির মালিক শ্রীরাম চন্দ্র নাথ বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম চট্টগ্রামের খুলশী থানাধীন ওয়ার্লেস সেগুনবাগানস্থ হান্নানের গ্যারেজ থেকে চোরাইকৃত বাজাজ সিএনজি টেক্সিটি উদ্ধার করে। গাড়ির মূল্য আনুমানিক ৬ লাখ টাকা।
মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার এসআই মো. মাহমুদুল হাসান বলেন, এ ঘটনার সাথে জড়িত ২ আসামি রাজু চৌধুরী ও হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।