সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজে নবীনবরণ

| সোমবার , ২১ মার্চ, ২০২২ at ৯:২৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগার হাট তাহের-মনজুর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ গত শনিবার সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক তন্ময় আচার্য্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক শারমিন সুলতানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হামিদ উল্যাহ হাট হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার নাথ, সাদেক মস্তান (রহ.) হাই স্কুলের প্রধান শিক্ষক জাফর সাদেক, পন্থিচিলা দাখিল বিজ্ঞান মাদরাসার সুপার মাওলানা মো. শহীদুল্লাহ, বড় দারোগার হাট সিরাজুল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. শফিউল কাদির, মাহমুদুল হক ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নূর মোহাম্মদ, কমর আলী ইউনিয়ন হাই স্কুলের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক নাজমুল আবেদিন ও ব্যবসায়ী মো. আবুল বশার। কলেজের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক মুহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম বলেন, আমাদের এই কলেজের একমাত্র উদ্দেশ্য শিক্ষাসেবা। তাই শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকসহ কলেজের সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদানের ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিরি ফকিরা জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন
পরবর্তী নিবন্ধকমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির প্রথম সভা