সীতাকুণ্ড ডিগ্রি কলেজের রোভার স্কাউটের উদ্যোগে তাঁবু জলসা ও দীক্ষা অনুষ্ঠান গত ৫ জানুয়ারি সীতাকুণ্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এ সময় রোভার সহচর ও সদস্যরা তাঁবুজলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্জ্বালন, নাচ-গান ও কৌতুকের আয়োজন করে। কলেজের আরএসএল মো. আবুল হাশেমের সঞ্চালনায়, রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুসার সভাপতিত্বে দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাত হোসেন।
উদ্বোধক ছিলেন সীতাকুণ্ড ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আফাজ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, সীতাকুণ্ড মডেল থানার ওসি (অপারেশন) আব্দুর রহিম সরকার, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুণ্ড ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কিশোয়ার মো. বেদারুল আলম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অজিত কুমার দে, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মুনায়েম, প্রভাষক সাহেদা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, আমি সব সময় এসব অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি, এতে আমার ভীষণ ভালো লাগা কাজ করে। বিএনসিসি ও রোবার স্কাউট আগামী নেতৃত্ব বা নেতা তৈরির প্লাটফর্ম। এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। তিনি আরও বলেন, জন্মগতভাবে কেউ নেতা হয় না। এটি অনুশীলনের মাধ্যমে আসে। প্রেস বিজ্ঞপ্তি।