কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ও আহতদের চিকিৎসায় চট্টগ্রামের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, ঘটনার পর মেডিকেল সেবা নিয়ে কোনো প্রশ্ন নেই।
আপনারা (চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী) যে আন্তরিকতা দিয়ে এগিয়ে এসেছেন, সেবা দিয়েছেন; তা আসলেই রেকর্ড। আপনাদের অসাধারণ এ ভূমিকা অনুসরণীয়। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
গতকাল সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান, চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার, উপাধ্যক্ষ ডা. হাফিজুল ইসলাম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীসহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আগে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অবস্থা ঘুরে দেখেন সচিবসহ অন্যান্যরা।