সীতাকুণ্ড চন্দ্রনাথধামে শিবচতুর্দশী মেলা শুরু হচ্ছে কাল

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড চন্দ্রনাথধামে শিবচতুর্দশী মেলা আগামীকাল বুধবার শুরু হচ্ছে। একই সঙ্গে তীর্থযাত্রা উপলক্ষে শুরু হবে ১৫ দিনের মেলা। দোলপূর্ণিমার মধ্য দিয়ে এ মেলা শেষ হবে। এ লক্ষ্যে প্রশাসন ও মেলা কমিটির সমন্বয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলার আইনশৃঙ্খলা রক্ষায় নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তীর্থযাত্রা ও মেলাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার থেকে দেশবিদেশ থেকে দর্শনার্থীরা সীতাকুণ্ডে আসছেন। এদিকে মেলায় স্টল তৈরির কাজ মোটামুটি শেষ। পাহাড়ের পাদদেশ থেকে চন্দ্রনাথ মন্দির পর্যন্ত লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কঠোর নিরাপত্তাসহ মেলার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মেলা কমিটি।

মেলার বিষয় নিয়ে তীর্থ পরিচালনাকারী সীতাকুণ্ড স্রাইন (তীর্থ) কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ বলেন, ২৬ ফেব্রুয়ারি সকাল ১০.২৫ মিনিটে এ তীর্থের মূল তিথি শিবচতুর্দশী। এ দিনেই তীর্থযাত্রীরা শিবরাত্রির ব্রত রেখে মূল তীর্থ করবেন। পরদিন অমাবস্যা তিথিতে মৃত পূর্বপুরুষের জন্য শ্রাদ্ধ করবেন। এবার অন্তত ১০ লাখ ভক্তের সমাগমের আশা করছেন তিনি । এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি। মেলার বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, সুষ্ঠু, সুন্দরভাবে যাতে শিবচতুর্দশী মেলা সম্পন্ন হয় সে লক্ষ্যে সব দপ্তরের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, শিবচতুর্দশী মেলা উপলক্ষে এবার মোট ৬০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। মেলায় জনসমাগম গতবারের তুলনায় বেশি হবে ধরে নিয়েই এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধফার্মাসির নতুন নতুন গবেষণা বিশ্বব্যাপী মানবতার কল্যাণ বয়ে আনবে
পরবর্তী নিবন্ধবিটিভি, চট্টগ্রাম কেন্দ্রে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু