সীতাকুণ্ড ঘুরে দেখা হলো না মাহবুবের

এক ট্রেন থেকে নামার পর আরেক ট্রেনের ধাক্কা

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৪৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মাহবুব হোসেন (২০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব মুন্সীগঞ্জের সিরাজদিখান মধ্যেরচর হাসকান্দি এলাকার মো. দুলাল মিয়ার পুত্র। সে মুন্সীগঞ্জের সিরাজদীখান খাসকান্দি ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবন শ্রেণীর ছাত্র।
মাহবুবের দুই সহপাঠী মো. সবুজ ও মো. হাসান জানায়, মাদ্রাসা থেকে ১০ জনের একটি গ্রুপ সীতাকুণ্ডের বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে দেখার উদ্যেশে গত বুধবার রাতে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকামেইল ট্রেনে রওনা দেয় । বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে পৌঁছায় তারা। কিন্তু স্টেশনের রং সাইডে এসে নামার পর ঢাকামুখী দ্রুতগামী সুবর্ণ এঙপ্রেসের সাথে ধাক্কা লেগে মাহবুবের মাথা ও পুরো শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। একই ট্রেনের অন্য দুই যাত্রীও আহত হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে যায়।
সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস.আই মো. তোফাজ্জল হোসেন বলেন, মুন্সীগঞ্জ থেকে আসা পর্যটক মো. মাহবুব স্টেশনের রং সাইডে অসতর্ক অবস্থায় দাড়িয়ে ছিল। সে কারণে সুবর্ণ এঙপ্রেসের ধাক্কায় সে মারা যায়। ঘটনাস্থল থেকে নিহত পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশেষটাও রঙিন হোক জয়ে
পরবর্তী নিবন্ধকূলে সাড়ে তিন লাখ ইয়াবা, রোহিঙ্গা ক্যাম্পে ছয় কেজি গাঁজা উদ্ধার