সীতাকুণ্ড ডিগ্রি কলেজের নিজস্ব অর্থায়নে নির্মিত শ্রীমতি নিরুপমা মূখার্জী একাডেমিক ভবনের (দ্বিতল) উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে ভবনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সীতাকুণ্ড ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন। উদ্বোধনকালে সংক্ষিপ্ত সভায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আফাজ উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষার্থী নাঈমুর রহমান ও সরোয়ার জাহান প্রিন্সের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মুসা, গভর্নিং বডির সদস্য অধ্যাপক এ কে এম তফজল হক, মোহাম্মদ ইসহাক, এ কে এম জাফর উল্ল্যাহ, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক শহীদ হাসান, অধ্যাপক মো. শাহরিয়ার চৌধুরী, অধ্যাপক অজিত কুমার দে, মোহাম্মদ আবদুল মোনায়েম, সাজ্জাদ হোসেন প্রমুখ। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।












